কোটালীপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-আপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিং এর ৮ম বার্ষিক সাধারন সভা শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে কো-আপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ মতিয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিং (কাল্ব) এর চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জোনাস ঢাকী। বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারী আলফ্রেড রায়, বরিশাল ও খুলনা অঞ্চল ডিরেক্টর আরিফ হাসান, গাজীপুে অঞ্চলের ডিরেক্টর মোঃ আরিফ মিয়া, গৌরনদী শিক্ষক কর্মচারী কো-আপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিং এর সাবেক সভাপতি কাজী আসাদুজ্জামান, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গোপালগঞ্জ জেলা প্রোগ্রাম অফিসার সঞ্জয় দত্ত, কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধানশিক্ষক সরওয়ার হোসেন তালুকদার, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, কোটালীপাড়া মডেল ইনস্টিটিউশনের প্রধানশিক্ষক সুরেশ দাস, সমাজ সেবক নজরুল ইসলাম। শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিতহয়।