More

    বরিশালে মারা যাওয়া বৃদ্ধ করোনায় আক্রান্ত ছিলেন

    অবশ্যই পরুন

    বরিশালে মারা যাওয়া বৃদ্ধ (৭২) করোনভাইরাসে আক্রান্ত ছিলেন। গতকাল শুক্রবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

    এখন পর্যন্ত বরিশাল বিভাগে মারা যাওয়া বৃদ্ধ সহ মোট চারজনের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ৩৪ জন।

    বৃদ্ধের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক বাকির হোসেন। গতকাল রাতে প্রথম আলোকে তিনি বলেন, গতকাল সন্ধ্যা পৌনে ৬ টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ওই রোগীর মৃত্যু হয়। ৭২ বছর বয়সী ওই রোগী অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক ছিলেন। তাঁর বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তাঁর নমুনা সংগ্রহ করার পর তিনি সন্ধ্যায় মারা যান। রাত নয়টার দিকে হাসপাতালের পরীক্ষাগারে তাঁর নমুনা পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

    এ ছাড়া গতকাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনাভাইরাস পরীক্ষাগারে আরও পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়। তাঁদের মধ্যে তিনজনই বরগুনার। আক্রান্ত পাঁচ জনের মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজের একজন ছাত্র রয়েছেন।

    বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহিন খান জানান, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরগুনা সদরের ২৪ বছর বয়সী এক তরুণ, ১৬ বছরের এক কিশোর এবং জেলার বামনা উপজেলার ৩৮ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন।

    আক্রান্ত অপর দুজন হলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৩৮ বছর বয়সী একজন এবং অজ্ঞাত ঠিকানার ২৬ বছর বয়সী অপর একজন।

    এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে ভোলা ছাড়া পাঁচ জেলায় ৩৪ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হলেন। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশাল জেলায়। বরিশাল জেলায় ১৬ জন, বরগুনায় ৭ জন, ঝালকাঠিতে ৩ জন, পিরোজপুরে ৫ জন ও পটুয়াখালীতে ২ জন। বরগুনায় দুজন, পটুয়াখালী ও বরিশালে একজন করে আক্রান্ত রোগী মারা গেছেন।
    এছাড়া গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ৪২ বছর বয়সী এক নারী মারা যান। তবে তাঁর নমুনা সংগ্রহ করা হলেও গতকাল পর্যন্ত পরীক্ষার ফল আসেনি।

    স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বরিশাল বিভাগে ৯ এপ্রিল প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের...