More

    বরিশালে করোনার ‍লক্ষণ নিয়ে ১৫ ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশালে করোনা উপসর্গ নিয়ে ১৫ ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যু হয়েছে। দুজনই শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ৭২ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

    এর আগে শুক্রবার ভোর রাতে ৪০ বছর বয়সী এক নারী রোগীর মৃত্যু হয় করোনা ইউনিটে। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়।

    হাসপাতালের পরিচালক বলেন, ‘বরগুনার বেতাগী উপজেলার ফুলতলা এলাকার বাসিন্দা ওই বৃদ্ধ শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় করোনা ইউনিটে ভর্তি হন। পরে করোনার উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর করোনায় আক্রান্ত ছিলেন কিনা নিশ্চিত হওয়া যাবে।’

    এদিকে এই হাসপাতালের করোনা ইউনিটে এখন ২০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে সাত জনের করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিচালক।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...