More

    পটুয়াখালীতে করোনা উপসর্গে আইসোলেশনে বৃদ্ধের মৃত্যু

    অবশ্যই পরুন

    পটুয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ভর্তি এক রোগী মারা গেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ভর্তি হওয়ার পর তিনি মারা যান। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মতিন এ তথ্য জানান।

    মারা যাওয়া রোগী মো. আনোয়ার তালুকদার (৬০) সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী গ্রামের বাসিন্দা।

    জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, সকালে আনোয়ার তালুকদার জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। করোনা উপসর্গ থাকায় তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

    সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গির আলম জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তার বাড়ি লকডাউন করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দীর্ঘদিন কারাগারে থাকা বন্দীদের সাজা কমানোর পরিকল্পনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    দীর্ঘদিন ধরে কারাগারে থাকা বন্দীদের সাজা কমিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। আজ রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক...