More

    বানারীপাড়ায় কাওসার হত্যায় মামলা করলেন মা

    অবশ্যই পরুন

    বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউপির নলশ্রীতে কাওসার নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় ১৩ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
    সোমবার ভোরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় নির্যাতনের শিকার কাওসার মারা যায়। ১১ এপ্রিল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে করপাড়া গ্রামের ওই আসামিরা পার্শ্ববর্তী নলশ্রী গ্রামে গিয়ে আ. রব কবিরাজের ছেলে কাওসারকে ধরে এনে বেদম মারধর করে।

    ঘটনার পর থেকে তারা কাউসারকে বাড়িতে অবরুদ্ধ করে রাখায় চিকিৎসা বঞ্চিত হয় সে। রোববার তার অবস্থার অবনতি ঘটলে স্বজনরা তাকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় ভোর ৪টায় তার মৃত্যু হয়।

    কাওসারের ওপর হামলাকারীরা তাকে ছাড়াও ১০ ও ১১ এপ্রিল ৭ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে বেঁধে রাখে। স্থানীয় চৌকিদার আ.খালেক তাদের উদ্ধার করেন। অন্যদিকে কাওসার ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

    সোমবার রাতে নিহত কাওসারের মা রওশন আরা বেগম বাদী হয়ে স্থানীয় এক যুবক ও এক গ্রাম ডাক্তারসহ ৭ জনের নাম উল্লেখ করে ও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে বানারীপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

    উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধের জেরে কাওসারের বড় ভাই মিজানুর রহমানকে ২০০৭ সালে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যা করেছিল। এ ব্যাপারে বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...