More

    বানারীপাড়ায় কাওসার হত্যা মামলার আসামী নজরুল র‌্যাবের গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বরিশালের বানারীপাড়ায় কাওসার নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় নজরুল ইসলাম (৩৫) নামে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পল্লী চিকিৎসক নজরুলকে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করপাড়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৮।

    সূত্র জানায়, গত ১১ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে করপাড়া গ্রামের কয়েকজন পাশের নলশ্রী গ্রামে গিয়ে মৃত আ.রব কবিরাজের ছেলে কাওসারকে ধরে আনে। তারা কাওসারকে বেদম মারধর করার পাশাপাশি চিকিৎসা নিতে বাধা দেয়। ১৯ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি ঘটলে স্বজনরা তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হলে ভোরে তার মৃত্যু হয়।

    নিহত কাওসারের মা রওশন আরা বেগম সোমবার রাতে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন কাঞ্চন হাওলাদার (৪৫), শিফাতউল্লাহ (২৫),নজরুল ইসলাম (৩৫), শুক্কুর(৫০), বেল্লাল (২৮), রমজান (২২) ও জহিরুল (৩২)। এছাড়াও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

    জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কাওসারের বড় ভাই মিজানুর রহমানকে ২০০৭ সালে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যা করেছিল। সে মামলায় জামিনে থাকা আসামিদের কাওসার হত্যায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় সকল খালের সীমানা চিহ্নিতকরনসহ সাত দফা দাবি বাস্তবায়নে নদী তীরে সংবাদ সম্মেলন

    কলাপাড়া প্রতিনিধি:সকল খালের সীমানা চিহ্নিতকরণ, তালিকা তৈরি, দখল—দূষণ মুক্ত করে কৃষিকাজের উপযোগী রাখাসহ সাত দফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ...