More

    বানারীপাড়ায় রমজান মাস উপলক্ষে কর্মহীন মানুষদের ত্রাণ দিলেন আ’লীগ নেতা সানা

    অবশ্যই পরুন

    করোনা ভাইরাসের সংত্রমণ ঠেকাতে সরকারি নির্দেশে গৃহবন্দী সারাদেশের মানুষ। আর তাই দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় বরিশালের বানারীপাড়ার নদীর পশ্চিম পাড়ের ৫ ইউনিয়নের দুস্থ পরিবারগুলো কর্মহীন হয়ে পরেছে।

    এসব অসহায় পরিবারের মাঝে রমজান মাস উপলক্ষে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট মো: মাওলাদ হোসেন সানা তার ব্যক্তিগত তহবিল থেকে চাল, ডাল,তেল, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মাওলাদ হোসেন সানা তার লবনসাড়ায় নিজ বাস ভবনে ভ্যান চালক ও ইজিবাইক চালকসহ ১০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন ।

    এ সম্পর্কে অ্যাডভোকেট মো: মাওলাদ হোসেন সানা বলেন, এই রমজানে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি বিত্তবানদেরও কর্মহীন ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর উচিত।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...