বরিশাল প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় ও গাজী প্লোটি সার্বিক তত্বাবধায়নে নগরীতে ভ্রাম্যমান ডিম বিক্রির উদ্ধোধন করেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।
আজ বৃস্পতিবার (৩০ই) এপ্রিল বিকালে জেলা প্রশাসক দপ্তর কার্যলয়ের সামনে থেকে ডিম বিক্রি করার কার্য়ক্রম শুরু করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ নূরুল আলম,অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ নাসির উদ্দিন আহমেদ, বরিশাল প্লোট্রি সমিতির সভাপতি আঃ রহিম গাজী ও বরিশাল সদর ভেটেনারী সার্জন ডাঃ ইব্রাহিম প্রমুখ।
এসময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ নুরুল আলম বলেন বর্তমান সময়কালে দেশব্যাপি সহ বরিশালে প্রাণঘাতী কোভিড-১৯ করোনা ভাইরাস পাদূর্ভাবের কারনে ঘড়বন্ধি মানুষের শরিরের আমিষের চাহিদা পূরণ ও বাজারে ডিম বিপননের জন্যই কর্মসূচি গ্রহন করা হয়েছে।
তাই নগরীতে ভ্রাম্যমান বাজারের মাধ্যমে সাধারন মানুষের জন্য প্রতি হালী ২৪ টাকা দরে ডিম বিক্রি করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।