More

    বরিশালে প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী পাঠালেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি জয়

    অবশ্যই পরুন

    করোনা ভাইরাস আতঙ্কে সারাদেশের ন্যায় থমকে গেছে গোটা বরিশাল জেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে ঘরে থাকার আহবান করেছেন।

    তারই ধারাবাহিকতায় নিন্ম আয়ের খেটে খাওয়া দিনমজু পরিবারগুলোর জীবন যাপনের কথা বিবেচনা করে এগিয়ে এসেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি জয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় নিন্ম আয়ের খেটে খাওয়া দিনমজুর পরিবারগুলোর জন্য শুক্রবার (১ মে ) গভীর রাতে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ডে খাদ্যসামগ্রী পৌছে দেন।

    দিনমজুর অভুক্তদের মাঝে ৫ কেজি চাল,২ কেজি আলু ও ১ কেজি ডাল বিতরণ করা হয়। এ সময় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এর পক্ষে বাবুগঞ্জ উপজেলার ছাত্রলীগ নেতা মোঃ ইয়াসিন হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোহাম্মদ তারেক সহ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...