More

    দুস্থ অসহায় ভাষমান হত দরিদ্রদের মাঝে নিজ হাতে রা্ন্না করে খাবার বিতরণ করেন সমাজ সেবক তিরোত্তমা সিকদার

    অবশ্যই পরুন

    গতকাল নগরীর ষ্টিমারঘাট এরিয়ায় দুস্ত‌ অসহায় ভাষমান হত দরিদ্রদের মাঝে নিজ হাতে রা্ন্না করে খাবার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও ৯ নংওয়ার্ড কাটপট্টি রোডের বাসিন্দা উদীয়মান তরুন সমাজ সেবক তিরোত্তমা সিকদার ।

    এটি মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে ১০০ মানুষের কাছে প্রতিদিন বিতরণ করা হবে বলে জানান। এসময় অন্যান‌্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিজ্ঞান দাস অন্ত্ত ও সুরজ্ঞিত সাহা সজিব

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...