More

    শেবাচিমের অধ্যক্ষ কোয়ারেন্টিনে, দায়িত্বে ডা. সরোয়ার

    অবশ্যই পরুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের (শেবাচিম) অধ্যক্ষ হিসেবে নাক, কান, গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস এম সরোয়ারকে সাময়িক সময়ের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ ডা. অসীত ভূষন দাস। গত শনিবার থেকে কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ডা. সরোয়ার।

    কলেজের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, গত ২ মে থেকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে গেছেন কলেজের অধ্যক্ষ ডা. অসীত ভূষন দাস। এ কারণে ডা. সরোয়ারকে দায়িত্ব দেয়া হয়েছে অধ্যক্ষের পদটির।

    কলেজের প্রধান সহকারী (ক্লার্ক) দীপক চন্দ্র মৌখিকভাবে বিষয়টি নিশ্চিত করলে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি।

    জানা গেছে, অধ্যক্ষের পরিবারের এক নারী সদস্যের নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় করোনা পজেটিভ এলে অধ্যক্ষ নিয়মানুযায়ী হোম কোয়ারেন্টিনে চলে যান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে প্রসূতি নারীর মৃত্যু: চিকিৎসা অবহেলার অভিযোগ স্বামীর

    বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত নারীর নাম তানজিলা আক্তার, তিনি...