More

    ঈদুল ফিতর উপলক্ষে কেন্দ্রীয় আ’লীগ নেতার নগদ সাত লক্ষ টাকা প্রদান

    অবশ্যই পরুন

    রিপোর্ট- মোল্লা ফারুক হাসান

    বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন, বঙ্গবন্ধু’র কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দলের সর্বস্তরের নেতাকর্মীরা কর্মহীন মানুষের পাশে আছে। যতদিন করোনা থাকবে আমরা ততদিন কর্মহীন মানুষের পাশে থাকব। বঙ্গবন্ধু’র কন্যা দেশরত্ন শেখ হাসিনা মানুষের কল্যানের জন্য রাজনীতি করেন, করোনার শুরু থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন।

    বঙ্গবন্ধুর বাংলাদেশে আ’লীগের নেতাকর্মীরা মানুষের কল্যানেই কাজ করে যাবে। করোনা ভাইরাসের সৃষ্ট পরিস্থিতির ফলে বাংলাদেশ আ’লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার তার ব্যক্তিগত উদ্যোগে গতকাল শনিবার দিনব্যাপী বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার কর্মহীন ও হতদরিদ্র এক হাজার পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথাগুলো বলেন। ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলকার কর্মহীন ও হতদরিদ্্র এক হাজার পরিবারের মাঝে সাতশত টাকা করে সর্বমোট ৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...