More

    গৌরনদীতে করোনা উপসর্গে গৃহবধূর মৃত্যু

    অবশ্যই পরুন

    গৌরনদী উপজেলার বানিয়াশুরী গ্রামে করোনা উপসর্গ নিয়ে এক গৃহবধূ মৃত্যু হয়েছে। গৃহবধূ কয়েকদিন জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ শুক্রবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে তারর স্বজনরা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত গৃহবধূর নাম হোসনেয়ারা বেগম (৪০)। সে ওই গ্রামের রাজমিস্ত্রি সাদেক হাওলাদারের স্ত্রী।

    সন্ধ্যা সাড়ে ৭টায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইয়েদ মো. আমরুল্লাহ কালের কণ্ঠকে জানান, গৃহবধূকে হাসপাতালে আনার অগেই তার মৃত্যু হয়। আমরা ওই গৃহবধূর সংস্পর্শে আসা ছয়জনের স্যাম্পল নিয়েছি টেস্টের জন্য।

    গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, বিষয়টি আমাকে এখনও জানায়নি, তবে করোনা উপসর্গ নিয়ে মারা গেলে সরকারি বিধি অনুযায়ী তার দাফন-কাফন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত শুভ জোমাদ্দার পলাতক

    পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের...