More

    গলাচিপায় যুবকের আত্মহত্যা

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর গলাচিপায় রাশেদুল (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্বজনরা। ঘটনাটি ঘটেছে উপজেলার আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামে শনিবার বিকেল ৩ টায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে লাশের সুরাতহাল করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। সে ঐ গ্রামের সেলিম মোল্লার ছেলে।

    পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে তার ভাই হারুন ও আল আমিন বাড়ির উত্তর পাশে রেইনট্রি গাছের ডালে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখে। এ সময় তারা গাছ থেকে রাশেদুরকে নিচে নামিয়ে আনেন। পরিবারের লোকজন রাশেদুলকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় রাশেদুল মারা যায়। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।

    এ প্রসঙ্গে গলাচিপা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য পটুখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...