পটুয়াখালীর বাউফল উপজেলায় হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী গ্রেফতার করেছে র্যাব-৮ টিম। র্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে
পটুয়াখালীর বাউফল থানাধীন মিলঘর এলাকা হতে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় পলাতক আসামী ইমাম প্যাদা(২৫)কে গ্রেফতার করা হয়।
র্যাব-৮ কোম্পানী অধিনায়ক মোঃ রইছ উদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাউফল থানার হত্যা চেষ্টার অভিযোগে মামলা রয়েছে (বাউফল থানার মামলা নং-২/১২৬
ধারা-১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/১১৪ দন্ডবিধি)। আসামীকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।