More

    নগরীর লঞ্চঘাট থেকে নৌ-পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক আটক

    অবশ্যই পরুন

    বরিশাল লঞ্চঘাট থেকে গাঁজাসহ এক যুবককে আটক করেছে সদর নৌ থানা পুলিশ।

    শনিবার (২৭ জুন) বিকেলে রিফাত সৈয়াল (২৫) নামের ওই যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

    বরিশাল সদর নৌ পুলিশের (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটক রিফাত অহেতুক ঘোরাঘুরি করছিল। তার আচরণে সন্দেহ হলে লঞ্চঘাটে ডিউটিরত পুলিশ তাকে আটক করে শরীর তল্লাশি করে। এসময় তার কাছে ২৫ গ্রাম গাঁজা পাওয়া যায়।

    তিনি আরো জানান, আটক রিফাত শরীয়তপুরের নড়িয়া উপজেলার চন্ডিপুর পুরান বাজারের বাসিন্দা হাজী শামসুদ্দিন সৈয়ালের ছেলে।

    এ ঘটনায় তার বিরুদ্ধে বরিশাল কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...