বরিশাল থেকে মঠবাড়িয়া আসার পথে ঝালকাঠি শহরের ব্র্যাক মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মঠবাড়িয়ার দুই পরিচিত রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় পুরো মঠবাড়িয়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেল ৩.৩০ ঘটিকায় ঝালকাঠি ব্র্যাক মোড়ের সামান্য পূর্ব দিকে বাপ্পি ভিলার সামনে একটি যাত্রীবাহী ধানসিঁড়ি বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে শেবাচিম বরিশাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন— মঠবাড়িয়া পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বাদল এবং মঠবাড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজান খান মঞ্জু। জানা গেছে, জাহাঙ্গীর হোসেন বাদল ছিলেন মঠবাড়িয়া অঞ্চলের অত্যন্ত পরিচিত ও সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব।
তাঁর অকাল মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোক ও বেদনার সৃষ্টি হয়েছে। একইভাবে মিজান খান মঞ্জু এলাকাবাসীর কাছে একজন সুপরিচিত নেতা হিসেবে পরিচিত ছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরপরই মঠবাড়িয়া জুড়ে শোকের আবহ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকবার্তায় ভরে ওঠে। রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ তাঁদের স্মৃতিচারণ করে গভীর শোক প্রকাশ করছেন। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে স্থানীয়রা বলেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ তাঁদের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।” এ ঘটনায় শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং দ্রুত সড়ক দুর্ঘটনার কারণ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
