বরিশালের আগৈলঝাড়ার সীমান্তবর্তী এলাকার এক বৃদ্ধা তার স্বামীর সাথে ঝগড়া করে বিষপানে আত্মহত্যা করেছে। মূমূর্ষ অবস্থায় তাকে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল শনিবার দুপুরে ডাসার থানার দক্ষিণ চলবল গ্রামের জগবন্ধু সরকারের স্ত্রী সরস্বতী রানীকে (৫৫) নিয়ে ছেলে শংকর সরকারের সাথে বনিবনা না হওয়ায় আলাদা থাকেন। এভাবে দীর্ঘদিন চলে আসার পরে গতকাল শনিবার দুপুরে ছেলে শংকর বাপের ঘর থেকে কয়েক টুকরা লাকড়ি নিলে মা সরস্বতী রানী ছেলেকে গালমন্দ করেন। এসময় শংকরের লাকড়ির জন্য গালমন্দ করায় বাবা জগবন্ধু তখন স্ত্রীকে প্রচন্ড গালাগালি করলে সরস্বতী অভিমান করে ঘরে থাকা বিষ পান করে। মূমূর্ষ অবস্থায় বৃদ্ধাকে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে আগৈলঝাড়া থানার এসআই আব্বাস সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে এসে লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যান। এব্যাপারে প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।