More

    তুচ্ছ ঘটনায় মারপিটে গুরুতর আহত হয়ে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি ২ নারী

    অবশ্যই পরুন

    উঠানে হাঁস যাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার একপর্যায়ে লাঠিসোটা ও দা দিয়ে মারপিটে গুরুতর আহত ২ নারীকে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে আহতদের পরিবারসূত্রে জানা গেছে।
    ঘটনায় প্রকাশ, আগৈলঝাড়া উপজেলার সীমান্তবর্তী জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের আ. লতিফ হাওলাদারের ছেলে মনির হাওলাদারের বাড়িতে পাশের বাড়ির জীবল হাওলাদারের ছেলে কাওছার হাওলাদারের হাঁস গিয়ে বিভিন্ন ক্ষয়ক্ষতি করলে মনির হাঁস বেঁধে রাখে। খবর শুনে কাওছার, তার ভাই সাজ্জাদ, বায়েজিদ, ফারদিন গিয়ে মনিরের সাথে বাকবিতন্ডা শুরু করে। মনিরকে মারধর শুরু করলে তার বাড়ির লোকজন ঝগড়া ও মারপিট ফিরাতে গেলে বিবাহিতা বোন খাদিজা বেগম (৪০), চাচাতো বোন রিনা বেগম (২৫) মারপিটে গুরুতর আহত হয়। একপর্যায়ে মনিরের চাচা হালিম হাওলাদারকে প্রতিপক্ষরা দা দিয়ে ধাওয়া করে। পরে স্থানীয়রা গুরুতর আহত খাদিজা ও রিনাকে উদ্ধার করে নিকটস্থ আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করেছে। এব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে আহতদের পরিবারসূত্রে জানা গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝটিকা মিছিল থেকে আ’লীগের ৩০০০ নেতা-কর্মী গ্রেপ্তার

    চলতি বছর রাজধানীতে ঝটিকা মিছিল থেকে প্রায় তিন হাজার আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন...