বরিশালের আগৈলঝাড়ায় মেয়ের সাথে পরিচিত থাকার কারনে এক কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর আহত করেছে ওই পরিচিত মেয়ের বখাটে স্বামী। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফুল্লশ্রী গ্রামের মো.মোশারফ হোসেনের ছেলে ও বরিশাল হাতেম আলী কলেজের ছাত্র মানিক ফকিরের সাথে সুজনকাঠী গ্রামের বৈশাখী নামে এক মেয়ে লেখা পড়া করত। ওই মেয়ের সাথে মানিকের ভালো সর্ম্পক ছিল। বৈশাখীর বিয়ে হয় যায় একই এলাকার আবদুল্লাহ মোল্লার ছেলে রহমত মোল্লার সাথে। রোববার বিকেলে মানিক সুজনকাঠী গ্রামের একটি জানাজা নামাজে অংশগ্রহন শেষে বাড়ি ফিরে আসার সময় মানিকের পরিচিত বৈশাখীর স্বামী রহমত মোল্লা পূর্বসুজনকাঠী বসে মানিক ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।