বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামের মৃত. কহিল উদ্দিন সরদারের ছেলে ইয়াবা ব্যবসায়ী মো. মোশারফ সরদারকে গোপন সংবাদের ভিত্তিতে ৩০পিস ইয়াবাসহ সোমবার রাতে নিজ এলাকা থেকে এসআই জামাল হোসেন ও শাহজাহান গ্রেফতার করেন। মঙ্গলবার এসআই জামাল হোসেন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-০১(৭-৭-২০২০)। মাদক ব্যবসায়ী মোশারফ সরদারকে মঙ্গলবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।