More

    গৌরনদীতে বসত ঘরে ও খড়কুটায় আগুন দেয়ার ঘটনায় তিনজন গ্রেফতার

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের কেরামত মাঝির বসত ঘর ও খড়কুটার আগুন দেয়া ও গরুর পানির খাওয়ার পাত্রের মধ্যে বিষাক্ত জাতীয় দ্রব্য ফেলে রাখার ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার দুুপরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ধৃত আসামি সৈকত বেপারী ১৬৪ ধারায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। আদালত তাদেরকে কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন।

    মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম জানান, গত ৬ ও ৮ জুলাই রাতে কটকস্থল গ্রামের কেরামত মাঝির বসত ঘরে ও খরকুটায় দুর্বৃত্তরা কেরাসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। বাড়ির লোকজন দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে এলাকাবাসি ও গৌরনদী ফায়ার সার্ফিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ৯ জুলাই কেরামত মাঝি বাদি হয়ে ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামা আসামি করে গৌরনদী মডেল থানার একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর (তিনি এসআই আরিফুল) তদন্ত কালে সন্দেহজনক ভাবে কটকস্থল গ্রামের স্বপন বেপারীর পুত্র সৈকত বেপারীকে (২০) আটক করে। সৈকতের স্বীকারোক্তি মোতাবেক একই গ্রামের হালান হাওলাদারের পুত্র আমিনুল জয় ও দেলোয়ার বেপারীর পুত্র তাইজুল ইসলামকে গ্রেফতার করে। গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা সকলে মাদক বিক্রেতা। গ্রেফতারকৃতদের ধারনা মাদক বিক্রির ব্যাপারে কেরামত ও তার ভাতিজা পুলিশের কাছে তাদের মাদক বিক্রির গোপন তথ্য সরবরাহ করত। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা অগ্নিসংযোগ ও গরুর পানির খাওয়ার পাত্রের মধ্যে বিষাক্ত জাতীয় দ্রব্য ফেলে রাখে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অবৈধ দখলমুক্ত হওয়ার পরে প্রাণ ফিরে পেয়েছে বরিশাল বেল’স পার্ক

    নগর প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে শনিবার রাতভর বরিশাল মহানগরীর শ্রান্তি–বিনোদনের প্রাণকেন্দ্র বেল’স পার্ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফলে...