More

    গৌরনদীতে অবৈধ স্থাপণা উচ্ছেদ

    অবশ্যই পরুন

    ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পুরো খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপণা উচ্ছেদ করা হয়েছে। বুধবার দুপুরে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিনের নেতৃত্বে ও থানা পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
    সহকারী কমিশনার ফারিহা তানজিন জানান, সরকারী বিধি নিষেধ অমান্য করে আশোকাঠী ফিলিং স্টেশন সংলগ্ন খালের মধ্যে অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিলো স্থানীয় কিছু লোকেরা। পরবর্তীতে মাহিলাড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা সরদার মজিবুর রহমান অবৈধ স্থাপনা নির্মাণ করতে বাধা করেন লাল নিশানা টানিয়ে দেন। সরকারী বাধাকে উপেক্ষা করে খালের মধ্যে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছিলো ছিলো দখলকারীরা। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের নির্দেশনায় বুধবার দুপুরে খালের মধ্যে থেকে আটটি অবৈধ স্থাপণা উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এসআই খায়রুল আলম, সার্ভেয়ার শাহাজাদা মিয়া প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানচাপায় রিকশাচালক সাগর নিহত, গ্রামের বাড়ি বরিশাল

    রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দ্রুতগামী কাভার ভ্যানের চাপায় মো. সাগর হোসেন (৪৫) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪...