More

    ডাকাত দলের তিন সদস্য আটক

    অবশ্যই পরুন

    জেলার বিভিন্ন থানায় ২৪ টি মামলার আসামী ও আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

    আটককৃত ডাকাত দলের সদস্যরা হলো-বাকেরগঞ্জ উপজেলার কর্নকাঠী ইউনিয়নের বারেক হাওলাদারের পুত্র তিনটি ডাকাতী মামলার আসামী ফিরোজ হাওলাদার (৩২), মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের শাজাহান মাতুব্বরের পুত্র ডাকাতীসহ ১৪টি মামলার আসামী লিটন মাতুব্বর ও বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার হরিপাশা এলাকার শাজাহান মোল্লার পুত্র ডাকাতীসহ সাতটি মামলার আসামী লিটন মোল্লা।

    কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল আহম্মেদের নেতৃত্বে নগরীর বিএম কলেজ রোডস্থ সোবহান মিয়ার পুল এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়।

    এসময় আটককৃতদের কাছ থেকে রাম দা, বগি দা ও চাইনিজ কুড়ালসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে আটককৃতরা নতুন করে নগরীতে ডাকাতী কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছিলো।

    এ ঘটনায় কোতয়ালী মডেল থানার এসআই রুমান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানচাপায় রিকশাচালক সাগর নিহত, গ্রামের বাড়ি বরিশাল

    রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দ্রুতগামী কাভার ভ্যানের চাপায় মো. সাগর হোসেন (৪৫) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪...