More

    আগৈলঝাড়ায় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চক্রিবাড়ী গ্রাম থেকে স্কুল পড়–য়া এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নিহতের লাশ মর্গে প্রেরন করা হয়েছে।
    থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, ওই গ্রামের নজরুল হাওলাদারের কন্যা সপ্তম শ্রেনীর ছাত্রী নওরীন হাওলাদার (১৩) এর লাশ রোববার রাতে উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, মায়ের সাথে অভিমান করে রবিবার সন্ধ্যার পরে বাড়ির পাশের আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে নওরীন আত্মহত্যা করে। স্থানীয়রা নওরীনকে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে নামিয়ে তাৎক্ষনিকভাকে স্থানীয় পয়সা আদর্শ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নওরীনকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নওরীনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...