More

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে মুজিববর্ষে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন

    অবশ্যই পরুন

    স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করা হয়।

    আজ রবিবার (৯ই) আগস্ট সকালে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ধোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড.মো. ছাদেকুল আরেফিন।

    এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান,বরিশাল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু,ভাইস চেয়ারম্যান এ্যাড, মাহবুবুর রহমান মধু, ভূমি সহকারী কমিশনার,বনবিভাগের কর্মকর্তা,বিশ্ববিদ্যালয়ের ডিন,রেজিস্ট্রার প্রক্টর,শিক্ষক মন্ডলী,শিক্ষক সমিতি সভাপতি ও সম্পাদক,অফিসার এসোসিয়েশনের সভাপতি,সম্পাদক সহ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

    এসময় প্রধান অতিথি ভিসি প্রফেসর ড.ম. ছাদেকুল আরেফিন বলেন,জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে পরিকল্পিত সবুজবনায়নের প্রতি গুরুত্বারোপ করে। তিনি আরো বলেন, বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু। ধরণীর অস্তিত্ব রক্ষা ও সকলের সুস্থ থাকার জন্য বৃক্ষায়ন, বনায়ন,সবুজায়ন,জীববৈচিত্র সংরক্ষণ ও অকৃত্রিম খাধ্য উৎপাদনের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। পাশাপাশি গাছের যন্ত্র ও পরিচর্যার গুরুত্বারোপ করেন।

    জানা গেছে মুজিবর্ষ উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে এবার বরিশাল সদর উপজেলা প্রশাসন ও বনবিভাগের সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসাবে বনায়নের আওতায় আনার লক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রজাতি ২ হাজার ৩শত বৃক্ষরোপরন প্রর্যায়েক্রমে রোপন করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম উপলক্ষে শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

    জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর যুবদলের আওতাধীন ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ...