বরিশালের বানারীপাড়া উপজেলা ও পৌরসভাকে শত ভাগ ভাতার আওতায় নিয়ে আসার কার্যক্রম শুরু হয়েছে। পিতার মতো বাংলার সাধারণ মানুষের কথা চিস্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধা বঞ্চিত বয়স্ক,বিধবা,স্বামী নিগৃহীতা নারী ও অসচ্ছ্বল প্রতিবন্ধীদের শতভাগ ভাতা প্রদান করার সিদ্ধান্ত গ্রহন করেণ। সেনুয়ায়ী বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীদের তার নির্বাচনী এলাকা বানারীপাড়া ও উজিরপুর উপজেলা এবং পৌরসভার সকল সুবিধা বঞ্চিত মানুষকে ভাতার আওতায় আনতে কাজ করতে বলেন।
এরই ধারাবাহিকতায় রবিবার (৯আগষ্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তরাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক,বিধবা,স্বামী নিগৃহীতা নারী ও অসচ্ছ্বল প্রতিবন্ধীদের ভাতার কার্ড বিতরণ করেণ স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপি।
এ সময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি সুবিধা ভূগিদের উদ্দেশ্যে বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাদের মতো সাধারণ মানুষকে ভালোবেসেই রাজনীতি করেছেন। তাই তাঁর সোনার বাংলায় যে কোন সরকারি সুবিধা নিতে কাউকে একটি টাকাও দিবেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,ওসি শিশির কুমার পাল,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী,ইউপি চেয়ারম্যান খিজির সরদার,আ. জলিল ঘরামী ও জাকির হোসেন,উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার,প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক ফায়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।