বরিশালের উজিরপুরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কোন ইউনিয়ন চেয়ারম্যান উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে রাজনৈতিক নেতৃবৃন্দ।
১০ আগষ্ট সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস.এম জামাল হোসেন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় কোন ইউপি চেয়ারম্যান উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বলেন, সামাজিক দুরত্ব বজায় রেখে দিনটি যথাযথভাবে উদ্যাপনের আহবান জানান।