More

    উজিরপুরে প্রাইভেটকারে গরু চুরি :পুলিশের ধাওয়া, গাড়ি সহ আটক করে চোর

    অবশ্যই পরুন

    ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকা থেকে দেড় লক্ষ টাকা মূল্যের ১টি গাভী গরু চুরি করে প্রাইভেট কারে ভরে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হয় চালক। প্রাইভেটকারে থাকা ২ চোর পালিয়ে যায়। এ ব্যাপারে গরুর মালিক বাদী হয়ে উজিরপুর থানায় মামলা দায়ের করছে।

    জানা যায় ৯ আগষ্ট রবিবার রাতে উজিরপুর থানার এস.আই জাফর সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কে মোবাইল ডিউটি করার সময় সাজু পাম্পের উত্তর পাশে একটি প্রাইভেটকার থামাতে দেখে সন্দেহ হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্র গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদেরকে ধাওয়া করে সাজু পাম্পের কাছ থেকে প্রাইভেটকার সহ চোর চক্রের মুলহোতা ড্রাইভার মিজানকে আটক করে। পরে গাড়ি, গরু ও ড্রাইভারকে থানায় নিয়ে আসে। ড্রাইভারের বাড়ী ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল মন্নান হাওলাদারের পুত্র প্রাইভেটকারের মালিক মিজানুর রহমান (৩৭)। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো খ-১২-৪২৬০।

    গরুর মালিক জয়শ্রী গ্রামের ওমর ফারুক সেপাই (৫০) জানান, রবিবার দিবাগত রাতে ৬ মাসের গাভীন গরু গোয়ালে বেঁধে তারা ঘুমিয়ে পরে। সকাল বেলা ঘুম থেকে উঠে গোয়াল ঘরের দরজার তালাটি ভাঙ্গা গরুটি নেই। খোঁজাখুজি করে জানতে পারে উজিরপুর থানায় প্রাইভেটকারে ১টি গরু সহ ড্রাইভার আটক হয়েছে। থানায় গিয়ে গরুটিকে সনাক্ত করি এবং থানায় মামলা দায়ের করি।

    উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান প্রাইভেটকার সহ গরু চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিআর পদ্ধতির পক্ষে গণভোট চায় চরমোনাই পীর

    অনলাইন ডেস্ক: দেশের মানুষ আর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ফিরতে চায় না দাবি করে ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর...