বরিশালের আগৈলঝাড়ায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল প্রেরন করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের মৃত. মাইনদ্দিন শাহ’র ছেলে আ.রশিদ শাহ পারিবারিক কহলের কারনে সোমবার রাতে নিজ বাড়ির ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। ঘরের লোকজন গতকাল মঙ্গলবার সকালে দেখে পুলিশকে খবর দিলে এসআই সুশান্ত কুমার গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল প্রেরন করা হয়েছে।