More

    মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতার হাত কেটে নিল সন্ত্রাসীরা

    অবশ্যই পরুন

    পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতার হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা। এর প্রতিবাদে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র রফি উদ্দিন আহম্মেদ ফেরদৌসের বাসায় এবং সরকারি গাড়িতে হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনার পরপরই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে উপজেলায়। পুলিশ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে নিশ্চিত করেছেন ওসি মাসুদুজ্জামান। তিনি জানান, থানায় এখনো কোন অভিযোগ দায়ের হয়নি। তবে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্পটে তাৎক্ষণিক টহল জোরদার করা হয়েছে।

    জানা গেছে, উপজেলার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সরকারি মঠবাড়িয়া কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র শুভ শর্মার সাথে স্থানীয় ছাত্রলীগের দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই বিরোধের সূত্র ধরে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে হাসপাতাল রোডের ব্রীজ সংলগ্ন এলাকায় শুভকে একা পেয়ে স্থানীয় কোরবান, তানভির মল্লিক, নাইম ও সাদির নেতৃত্বে একদল সন্ত্রাসী বিদ্যুতের খুটির সাথে ঠেকিয়ে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে উল্লাস করে।

    আহত শুভকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

    ওদিকে ছাত্রলীগ সম্পাদক শুভ শর্মার হাতের কব্জি কেটে ফেলার প্রতিবাদে পৌর শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান সমর্থিতরা। তারা পৌর মেয়র রফি উদ্দিন আহম্মেদ ফেরদৌসের বাসার সামনে জড়ো হয়ে তার বাসায় ইট নিক্ষেপ করেন। এসময়ে পৌর মেয়রের সরকারি গাড়িটিও ভাংচুর করা হয়।

    ছাত্রলীগ কর্মী শুভ শর্মার হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় নিন্দা জানিয়েছেন পৌর মেয়র রফি উদ্দিন আহম্মেদ ফেরদৌস ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহামানসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত শুভ জোমাদ্দার পলাতক

    পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের...