More

    প্রবল পানির চাপে ঢাকা থেকে ছেড়ে আসা ভোলাগামী গ্রীন লাইন-২ ব্যাপক ক্ষতিগ্রস্ত

    অবশ্যই পরুন

    বৃহস্পতিবার সকালে প্রায় দুইশো যাত্রী নিয়ে ঢাকা থেকে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা গ্রীন লাইন-২ যাত্রীবাহি লঞ্চটি চাঁদপুরের কাছাকাছি আসলে মেঘনার প্রবল পানির ঢেউয়ের চাপে লঞ্চটির নিচের অংশের সামনে থাকা কয়েকটি পাইবার গ্লাস ভেঙে লঞ্চটিতে পানি প্রবেশ করে।

    পরে লঞ্চে থাকা কর্মকর্তারা ভাঙা স্থানটি একটি ব্যানার দিয়ে ডেকে দুপুর ২ঃ৩০ মিনিটের দিকে ভোলার ইলিশা ঘাটে পৌঁছান।

    লঞ্চে থাকা যাত্রী আহাত উল্লাহ জানান, লঞ্চটি বুড়িগঙ্গা নদী অতিবাহিত হওয়ার পরেই তীব্র ঢেউয়ের মুখে পড়ে লঞ্চটি। এক পর্যায়ে লঞ্চটি চাঁদপুর মোহনায় এসে পৌঁছালে মেঘনা নদীর তীব্র ঢেউয়ের চাপে লঞ্চটির নিচ তলার সামনের কয়েকটি পাইবার গ্লাস ভেঙে লঞ্চটিতে পানি প্রবেশ করে।

    এসময় লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে উঠেন। পরে লঞ্চে থাকা কর্মকর্তারা ভাঙা স্থানটি একটি ব্যানার দিয়ে ডেকে দুপুর ২ঃ৪০ মিনিটের দিকে ভোলার ইলিশা ঘাটে এসে পৌঁছান।

    গ্রীন লাইন-২ এর ইলিশা ঘাট অফিসের ম্যানেজার রনি জানান, লঞ্চটির গ্লাস ভাঙা ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। লঞ্চটি পুনরায় বিকেল ৩টার দিকে দেরশতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছেন বলেও নিশ্চিত করেন তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালী পাঁচ নবজাতক নিয়ে অর্থকষ্টে লামিয়ার পরিবার

    পটুয়াখালীতে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন লামিয়া বেগম নামের এক গৃহবধূ। এলাকায় আনন্দের দেখা দিলেও চরম দুশ্চিন্তায় লামিয়ার পরিবার...