More

    উজিরপুরে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত, লক্ষাধিক মানুষ পানিবন্ধি

    অবশ্যই পরুন

    উজিরপুরে জোয়ারের পানিতে পৌরসভাসহ নিম্নাঞ্চল প্লাবিত, লক্ষাধিক লোক পানিবন্ধি। তলিয় গেছে ফসলী জমি, মাছের ঘের, পানের বরজ, বিনষ্ট হয়েছে পেঁপে, কলাবাগানসহ শাক সবজি ও রোপা আমনক্ষেত। উপজেলা কৃষি বিভাগ এক হাজার হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার আশংকা করছেন। ব্যাপক ক্ষতির মুখে রয়েছেন মৎস্য চাষীরা। পৌরসভার ২,৩,৪,৫ ৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ড সন্ধ্যা নদীর কোল ঘেঁষে থাকায় এবং নি¤œাঞ্চল হওয়ায় প্রবল জোয়ারের পানি ঘরে ঢুকে আসবাবপত্র তলিয়ে যাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন পানিবন্ধি মানুষেরা। এই অঞ্চলে নেই কোন বেড়িবাঁধ ও স্লুইজগেট। কাউন্সিলর রিপন মোল্লা, কাইয়ুম হোসেন ও খাইরুল ইসলাম জানান, নদীর পাশ দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করা হলে অসহায় মানুষগুলো পানিবন্ধি থেকে মুক্তি পাবে। কিছু কিছু স্থানে স্লুইজগেট একান্ত প্রয়োজন। পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী জানান, পৌরসভা প্রায়ই নদী বেষ্টিত ও নি¤œাঞ্চল জোয়ারের পানিতে প্রায় ১০ হাজার লোক পানিবন্ধি। সমস্যা সমাধানের জন্য চেষ্টা চলছে। উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু জানান, পৌরসভাসহ উপজেলার বড়াকোঠা, ওটরা, হারতা, সাতলা, জল্লা, শিকারপুর সন্ধ্যা নদীর তীরে এবং অত্যন্ত নি¤œাঞ্চল। সামান্য জোয়ারের পানিতে এসব নি¤œাঞ্চল তলিয়ে যায়। এসব অঞ্চলের প্রায় লক্ষাধিক লোক পানিবন্ধি। পৌর এলাকায় বেড়িবাঁধের জন্য ওয়াপদায় বার বার যোগাযোগ করা হলেও তাদের কোন সহযোগিতা পাওয়া যায়নি। উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার জানান, বর্তমানে জোয়ারের পানিতে এক হাজার হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুতের কার্যক্রম চলছে। উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল জানান, মাছের ঘের ও ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুতের কার্যক্রম চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ^াস জানান, পানি বন্ধি কিছু কিছু এলাকা পরিদর্শন করেছি, বড় ধরণের ক্ষতি না হলেও মাছের ঘের, পানের বরজ ও শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে মিথ্যা অভিযোগে র‌্যাগিং ৩ শিক্ষার্থী বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯...