More

    স্বরাষ্ট্র মন্ত্রী আজ পায়রা সমুদ্র বন্দর পরিদর্শনে আসছেন

    অবশ্যই পরুন

    স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান খান কামাল এমপি আজ (বৃহস্পতিবার) পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধীন দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা পরিদর্শনে আসছেন। তাঁর সফর সঙ্গী হিসেবে সাথে থাকবেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান। বৃহস্পতিবার দুপুর ২:৩০ মিনিটের দিকে তিঁনি পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষের হেলিপ্যাডে উপস্থিতি ও পোর্ট জেটির উদ্দেশ্যে যাত্রার কথা রয়েছে। দুপুর ২:৪০ মিনিটের দিকে তিঁনি পায়রা সমুদ্র বন্দর ও বাংলাদেশ কোষ্ট গার্ডের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। বিকাল ৫টার দিকে তাঁর ঢাকার উদ্দেশ্যে পটুয়াখালী ত্যাগের কথা রয়েছে। এর আগে মন্ত্রী সকাল ১০:১৫ মিনিটের দিকে ঝালকাঠি জেলার ভিমরুলী বাজার ঘাটে পেয়ারা, আমড়া ও লেবু উৎপাদন এবং বিপনন ব্যবস্থা পর্যবেক্ষন করবেন। মন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সফর সূচীতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিআর পদ্ধতির পক্ষে গণভোট চায় চরমোনাই পীর

    অনলাইন ডেস্ক: দেশের মানুষ আর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ফিরতে চায় না দাবি করে ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর...