বরিশালের আগৈলঝাড়ায় বাড়ির সীমানা নিয়ে হামলা-সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছে ১৫জন। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামে বাড়ির সীমানা নির্ধারনকে কেন্দ্র করে শিক্ষক দেব দুলাল বাড়ৈর সাথে পাশ্ববর্তী ললিত বাড়ৈর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধীয় সীমানা নিয়ে রোববার বিকেলে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায় সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষের নিখিল বাড়ৈ, উষা বাড়ৈ, অনুপম, মিতালী, সজল, হীরন, মনজ, সৌরভ, ললিত, বিধান, বন্যা, দিবাস বাড়ৈসহ ১৫জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত নিখিল বাড়ৈকে বরিশাল ও বাকী ৭জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ললিত বাড়ৈ বাদী হয়ে রোববার রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।