বরিশালের উজিরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভ‚ত, ১৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। উপজেলার শিকারপুর বন্দরে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাত পৌনে ১১ টায় নান্টু সরদারের ওয়ার্কসপ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎতের শকসার্কিট হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় শাকিব ও রুহুল আমিন ডাকচিৎকার করলে লোকজন ছুটে আসে এবং মসজিদে মাইকিং করা হয়। এরপর উজিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পৌছে আগুন নিয়ন্ত্রনের কার্যক্রম চালায়।
ততক্ষনে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভ‚ত হয়ে যায়। সরেজমিনে গিয়ে জানা যায় নান্টু সরদারের ওয়ার্কসপের ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুরে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে এবং বাদল হাওলাদারের ফলের আরদে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি। সুমন ফকিরের মুদিমনোহারী ব্যবসা প্রতিষ্ঠানের ৩ লক্ষ টাকার ক্ষতি,রুহুল আমিন মুনসির ফলের আরদে ২ লক্ষ টাকার ক্ষতি,শাকিল মাহমুদ সোহাগের বিসমিল্লাহ সেনিটারী ব্যবসা প্রতিষ্ঠানে ২ লক্ষ টাকার ক্ষতি,নয়ন সরদারের জুয়েলার্সের ব্যবসা প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।
এ ঘটনায় আতঙ্কে শিকারপুর বন্দর ব্যবসায়ীরা।