বরিশালের উজিরপুরে সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে প্রভাবশালী মহল। সঠিক বিচার না পাওয়ার শঙ্কায় সংখ্যালঘু অসহায় পরিবার।
উল্লেখ্য ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় ওটরা ইউনিয়নের কেশবকাঠী গ্রামের সংখ্যালঘু বৃদ্ধ সুখরঞ্জন বাড়ৈ ও তার ভাতিজা গৌরাঙ্গ লাল বাড়ৈ(৪০) বাজারে যাওয়ার সময় পথিমধ্যে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে একই গ্রামের প্রতিপক্ষ সন্ত্রাসী জিয়াউর রহমান টুটুল মল্লিক, কামাল শেখ,হাশেম মল্লিক, আলঙ্গির মল্লিক, রুবেল মল্লিক,হাকিম মল্লিক মিলে অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় তাদের ডাকচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে আহত বৃদ্ধ সুখরঞ্জন বাড়ৈ জানান আমরা গরীব অসহায় হওয়ায় আমাদের উপর ওই প্রভাবশালী ভ‚মিদস্যুরা একের পর এক হামলা চালায় এবং আমাদের ভোগদখলীয় জমি থেকে উৎখাতের পায়তারা চালাচ্ছে। ইতিপূর্বে আমাদের জমি জোরপূর্বক দখল করতে গেলে আমরা কোন উপায়ন্তু না পেয়ে আদালতে মামলা দায়ের করি। মামলা করায় ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হত্যার উদ্দেশ্যে ওই সন্ত্রাসীরা হামলা চালায়। এছাড়াও আমাদের পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকী দিয়ে আসছে।
তাদের হুমকীর কারনে আমাদের পরিবারের সদস্যদের নিয়ে প্রতিনিয়ত আতঙ্কে দিনযাপন করছি। হামলার ঘটনায় স্থানীয় প্রভাবশালীরা মিমাংশার কথা বলায় থানায় মামলা দায়ের করিনি। হামলার ঘটনা ধামাচাঁপা দেয়ার বিষয়টি অভিযুক্তরা এড়িয়ে যান। সঠিক বিচারের দাবী জানান সংখ্যালঘু পরিবার।