More

    গৌরনদীতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৬

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদীতে বাড়ির প্রবেশের পথে গাছের চারা রোপণ করার ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ব্রাহ্মনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ৩ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের হকু তালুকদার বাড়ির প্রবেশের পথে সম্প্রতি গাছের চারা রোপণ করেন। এ ঘটনার প্রতিবাদ করে আসছিলেন একই বাড়ির তুজামালী তালুকদার। এ নিয়ে গতকাল শনিবার সকালে তুজামালী ও হকু তালুকদারের মধ্যে বাকাবিতন্ডা এক পর্যায়ে হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। হামলা ও সংঘর্ষে তুজামালী তালুকদার (৬৫), ফাতোমা আক্তার (২০), হকু তালুকদার (৬০), পারভিন আক্তার (৩৫), ছালমা খানম (৩২)সহ উভয় পক্ষের ৬ জন আহত হয়।
    গৌরনদী থানার ওসি গোলাম ছরোয়ার জানান, লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় ক্যারম খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৪

    বরগুনার আমতলীতে ক্যারম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে...