More

    কলাপাড়ায় উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত।

    অবশ্যই পরুন

    কলাপাড়ায় ইউনিয়ন পর্যায়ে কর্মরত বিভাগসমূহের সাথে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা সোমবার সকাল সাড়ে দশটায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইএএলজি প্রকল্পের সহায়তায় অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন মো. মোমেন খান। পাওয়ার পয়েন্টে বিষয়ভিত্তিক উপস্থাপন করেন তিনি। ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, ইউনিয়ন পরিষদের সাথে বিভিন্ন দফতরের উন্নয়ন কাজে সমন্বয় সাধন এবং উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন সীমা, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, উপজেলা একাডেমিক সুপারভাইজর মনিরুজ্জামান খান, ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির, অ্যাডভোকেট নাসির মাহমুদ, রিয়াজ উদ্দিন তালুকদার, আব্দুল জলিল আকন, নারী নেত্রী মর্জিনা বেগম প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে রাতের আধাঁরে সরকারি গাছ কাটা সেই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

    অনলাইন ডেস্ক: রাতের আধাঁরে সরকারি গাছ কাটার ঘটনায় বরিশালের গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম রোকনকে কারণ...