বরিশালের উজিরপুরে মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে পার্বত্য শান্তিচুক্তির প্রনেতা, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তযোদ্ধা মন্ত্রী আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ এমপির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ সরদারের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন,
পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ,
সহকারী কমান্ডার সেকান্দার আলী, প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদার, দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ আলাউদ্দিন হোসেন প্রমূখ।
এ সময় মুক্তিযোদ্ধাসহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।