কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান হেমায়েত উদ্দীন হিরন কাজীকে স্বশরীরে তলব করেছেন আদালত। বৃহস্পতিবার (৮অক্টোবর) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ জারী করেন। আদালত সূত্র জানায়, উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামের মনিরুজ্জামান চুন্নু মুন্সী তার ওয়ারিশ প্রাপ্ত জমি বুঝ না দেয়া ও নগদ টাকা সহ মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগে একই গ্রামের আ: কুদ্দুস মুন্সী সহ ৭ জনের বিরুদ্ধে ৩০ জুন ২০১৯ একটি মামলা করেন। বিজ্ঞ আদালত মামলার বর্নিত অভিযোগের বিষয়ে মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যানকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান নির্দিষ্ট সময়ের পরে প্রতিবেদন দাখিল না করে একটি অস্পষ্ট প্রতিবেদন আদালতে দাখিল করেন। বিষয়টি বৃহস্পতিবার আদালতের নজরে এলে বিজ্ঞ আদালত চেয়ারম্যান হেমায়েত উদ্দীন হিরন কাজীকে স্বশরীরে তলব করেন।
আদালতের বে সহকারী মো: ফেরদৌস মিয়া ও বাদী পক্ষের কৌশলী আ্যাডভোকেট আবুল হোসেন এ আদেশের সত্যতা স্বীকার করেন।