More

    ল থেকে মেঘনা নদীতে ফেলে দেয়া যুবক উদ্ধার, অভিযুক্ত আটক

    অবশ্যই পরুন

    মেঘনা নদীর মল্লিকপুর মোহনা থেকে নাজমুল হাসান (১৮) নামের এক যুবককে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে ঢাকা থেকে কলাপাড়াগামী এমভি সুন্দরবন-৬ ল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রায় ত্রিশ মিনিট চেষ্টার পর তাকে উদ্ধার করতে সক্ষম হয় লে র যাত্রী ও দায়িত্বরত আনসার সদস্যরা। উদ্ধারকৃত যুবককে শুক্রবার সকালে পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ে আসা হয়েছে।
    বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বরগুনাগামী পূবালী-১ ল থেকে তার মোবাইল ছিনিয়ে নেয়ার জন্য লে র পিছন থেকে রুবেল নামের এক যুবক তাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় বলে উদ্ধার হওয়া যুবক নাজমুল হাসান জানান। এ ঘটনায় পূবালী-১ ল কর্তৃপক্ষ অভিযুক্ত রুবেল কে আটক করে বরগুনা থানায় সোপর্দ করেছে। উদ্ধার হওয়া নাজমুল হাসান বরগুনা সদর থানার পরীরখাল এলাকার হাবিবুর রহমানের ছেলে।
    নাজমুল জানায়, ঢাকা থেকে বরগুনা আসার পথে জেলার তালতলী থানার রুবেলের সাথে পরিচয় হয়। রাত সাড়ে আটটার দিকে সে ও রুবেল লে র পিছনে যায়। এসময় মাকে ফোন দেয়ার কথা বলে রুবেল তার কাছ থেকে মোবাইলটি নেয়। মোবাইলটি নিয়ে তাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়।
    সুন্দরবন -৬ লে র কেরানী মোশারফ হোসেন জানান, রাত নয়টারদিকে হঠাৎ মেঘনা নদীর মল্লিকপুর মোহনায় লে র সার্চ লাইটের আলোতে এক যুবককে নদীতে ভাসতে দেখে কিছু যাত্রী তাদের জানায়। এসময় লে র গতি রোধ করে প্রায় ত্রিশ মিনিট চেষ্টার পর ওই যুবককে নদী থেকে উদ্ধার করতে সক্ষম হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ায় সে সুস্থ্য হয়ে উঠে। শুক্রবার সকালে উদ্ধার হওয়া যুবকের পরিবারের সাথে কথা বলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
    বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, পূবালী-১ ল থেকে রুবেল নামের এক যুবককে থানায় সোপর্দ করা হয়েছে। তারা উদ্ধার হওয়া যুবকের সাথে কথা বলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন। বর্তমানে দুজনই বরগুনা থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে নাজমুলের ভাই ফেরদেীস জানায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

    অনলাইন ডেস্ক: বিতরণ লাইন মেরামত ও ট্রান্সফরমারের জরুরি সংস্কারকাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার (১৩ সেপ্টেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ...