More

    “পায়রা বন্দরের উদ্যোগে ক্ষতিগ্রস্থ্য পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ”

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মানে জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের স্বাবলম্বী করার লক্ষ্যে ক্ষতিগ্রস্থ্য ৫০ পরিবারের সদস্যকে মেকানিক্যাল ওয়ার্কশপ ও লেদ মেশিন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১২টায় কলাপাড়া কেআই আই টি মিলনায়তনে ছয় মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ করা হয়েছে। উন্নয়ন সংস্থা ডেভলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূওর (ডরপ) এর সহযোগীতায় ও পায়রা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতি করেন ডরপ এর ডেপুটি টিম টিম লিডার শ্যামল চন্দ্র পাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন কে আই আই টি’র অধ্যক্ষ এম এ সালেহ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক অমল মুখাজী, ডরপ এর মো. শামসুল আলম, মো. আবুল কালাম আজাদ, মো. রুমান, মো আঃ হক প্রমুখ। ছয়মাস ব্যাপী এ প্রশিক্ষণে প্রত্যেক সদস্যকে কর্মক্ষেত্রে স্বাবলম্বী হওয়ার জন্য ৭২ হাজার টাকা ও সনদ প্রদান করা হয়। এর আগে গত ১৪ অক্টোবর পায়রা বন্দরের মাল্টিপারপাস ভবনে বেসিক কম্পিউটার কোর্সের ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের ৫০ সদস্যকে ছয় মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...