More

    কলাপাড়ায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের লস্করপুর গ্রাম থেকে এক সন্তানের জননী সালমা বেগমের (২২) গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় গৃহবধুর স্বামী মো. এমাদুলকে আটক করেছে পুলিশ।
    কলাপাড়া থানার এস আই মো. আলমগীর হোসেন জানান, লস্করপুর গ্রামে ১১ মাস বয়সী শিশু হুমায়ারাকে নিয়ে বসবাস করতো সালাম-এমাদুল দম্পতি। রোববার রাতের কোন একসময় সালমা ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে এমাদুল পুলিশ ও প্রতিবেশীদের জানায়। তবে নিহত গৃহবধুর পিতা শরীফ গাজী বলেন, তার মেয়ে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ কর্মকর্তা জানায়, প্রাথমিকভাবে সুরতহাল শেষে গৃহবধুর মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় স্বামী এমাদুলকে আটক করা হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...