More

    গাজীপুর থেকে অপহৃত স্কুল ছাত্রী কুয়াকাটায় উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার।।

    অবশ্যই পরুন

    অপহরনের চারদিন পর কলাপাড়ার কুয়াকাটা থেকে গাজীপুরের কালিয়াকৈর থেকে অপহৃত স্কুল ছাত্রীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী তানজিমুর রহমান গৌরবকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের সহায়তায় মহিপুর থানা পুলিশ রোববার রাতে কুয়াকাটা সৈকত থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে।
    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, গত ১৪ অক্টোবর গাজীপুরের শফিপুর আইডিয়াল পাবলিক স্কুলের দশম শ্রেণির ছাত্রী কালিয়াকৈর থানার জালসুখা গ্রাম থেকে অপহরণ হয়। এ ঘটনায় ১৬ অক্টোবর ওই ছাত্রীর পিতা তানজিমুর রহমান গৌরবকে প্রধান আসামী করে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধায় কুয়াকাটা সৈকত থেকে অপহরণকারী গৌরবকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ওই ছাত্রীকে। তাদের রাতেই কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
    কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চেীধুরী মুঠোফোনে সাংবাদিদের জানান, ওই কিশোরী অপহরণের ঘটনায় মামলার তিন আসামীকেই গ্রেপ্তার করা হয়েছে। এখন আদালতের মাধ্যমে কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...