More

    গলাচিপায় স্পীড বোট ডুবে ৪ যাত্রী নিখোঁজ

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর গলাচিপায় আগুনমূখা নদীতে তলা ফেটে স্পীড বোট ডুবির ঘটনায় ৪ যাত্রী নিখোজ। দুর্ঘটনা কবলিত স্পীড বোটের যাত্রী কামাল ফরাজী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া স্পীড বোট ঘাট থেকে মমিন এন্টারপ্রাইজের একটি স্পীড বোটের আবুল নামের ড্রাইভার স্পীড বোটে ১৭ জন যাত্রী নিয়ে গলাচিপার পানপট্টি ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়।

    নদীর মাঝা মাঝি আসার পর তুফানে স্পীড বোটটি তলা ফেটে ডুবে যায়। এ সময় স্পীড বোটের ড্রাইভার আবুলসহ ১২ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। বাকি ৪ জন যাত্রী এ রিপোর্ট লেখা (রাত ৮টা) পর্যন্ত নিখোজ রয়েছেন।

    গলাচিপা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও দক্ষিন পানপট্টি স্পীড বোট মালিক সমবায় সমিতি লিমিটেটের সভাপতি ওয়ানা মার্জিয়া নিতু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার জানান, স্পিডবোট ডুবির ঘটনায় যাত্রী নিখোঁজ থাকার খবর জানা গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুর অবস্থা সংকটাপন্ন, চমেকের আইসিইউতে ভর্তি

    কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তাকে ভর্তি রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে। শিশুটির চাচা...