More

    উজিরপুরে ব্যাপক আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

    অবশ্যই পরুন

    ‘‘মুজিব বর্ষের মূল মন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে উজিরপুরে ব্যাপক আয়োজনে মডেল থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    ৩১ অক্টোবর শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) আবু জাফর মোঃ রহমতউল্লাহ,

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী,

    জেলা পরিষদ সদস্য আওরঙ্গজেব হাওলাদার, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ডাঃ কবিরুল ইসলাম করিম, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরী।

    আরো বক্তৃতা করেন মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, মহিলালীগ নেত্রী এ্যাডঃ মোর্শেদা পারভীন প্রমূখ।

    আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৯জন বিজয়ী প্রতিযোগিকে পুরস্কার প্রদান করা হয়।

    এ সময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ।

    মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র। নারী নির্যাতন, সহিংসতা রোধে পুলিশ ও কমিউনিটি পুলিশিং সদস্যদের এক হয়ে কাজ করতে হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন: চালককে ৩ লক্ষ টাকা জরিমানা

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে...