More

    বরিশালে মাস্ক ব্যবহার না করায় ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

    অবশ্যই পরুন

    শীতে করোনার প্রকোপ কমাতে সর্বসাধারণের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে সরকার। এই নিয়ম কার্যকর করতে বরিশাল নগরীতে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

    এ সময় মাস্ক ব্যবহার না করায় ৫টি প্রতিষ্ঠান এবং ১১ ব্যক্তির নিকট থেকে ৯ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

    আজ মঙ্গলবার (১০ই) নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের ভ্রাম্যমাণ আদালত সদর রোডের ৫টি প্রতিষ্ঠান থেকে ৪ হাজার টাকা, রুমানা আফরোজের ভ্রাম্যমাণ আদালত ৪ ব্যক্তিকে ১ হাজার ১শ’ টাকা এবং আতাউর রাব্বীর ভ্রাম্যমাণ আদালত ৭ ব্যক্তির কাছ থেকে ৪ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করেন।

    একই সাথে ভ্রাম্যমাণ আদালত মাস্কবিহীন জনগণের মাঝে মাস্ক বিতরণ এবং ‘নো মাস্ক নো সার্ভিস’ লেখা জেলা প্রশাসনের ফেস্টুন বিভিন্ন প্রতিষ্ঠানে সাটিয়ে দেন। জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে নিজের দোকানে কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু

    ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া বাজারে দর্জির দোকান থেকে মো. ছাব্বির হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে...