More

    সুইজ হাসপাতালে কাটাছেড়া ছাড়াই সফল ল্যাপকল অপারেশন – ডাক্তার সবুজ কুমার পাত্র কে অভিনন্দন

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলার টরকী বেজগাতিতে ঐতিহ্যবাহী বেসরকারি সুইজ হাসপাতালের নিজস্ব ভবনে অপারেশন থেয়িটারে শুরু করে ল্যাপারস্কোপিক সার্জারী। কোন প্রকার কাটা ছেড়া ছাড়াই পিত্তেনালীতে পাথর, এমনকি লিভারের ভিতরেও পাথর অপসারনে ল্যাপারোস্কপিক মেশিনে অপারেশন কার্যক্রম ৫ সেপ্টেম্বর ২০২০ইং উদ্বোধন করা হয়।ল্যাপারোস্কপিক সকল অপারেশন সফল হওয়ায় এলাকা বাসী ও সুইজ হাসপাতালের চেয়ারম্যান আকন আজাদ, ব্যবস্থাপনা পরিচালক শেখ রুপা খাতুন ফুল দিয়ে ডাঃ সবুজ কুমার পাত্র কে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে।
    চেয়ারম্যান আকন আজাদ জানান, আগে কাটা, ছেড়া, পিত্তেনালীতে পাথর, এমনকি লিভারের ভিতরেও পাথর, অপসারনে ল্যাপারোস্কপিক মেশিনে অপারেশন জন্য ঢাকা কিংবা বরিশাল যেতে হত। এই প্রথম বরিশালের গৌরনদীর ঐতিহ্যবাহী বেসরকারী সুইজ হাসপাতালের নিজস্ব ভবনে অপারেশন থেয়িটারে কাটা, ছেড়া, পিত্তেনালীতে পাথর, এমনকি লিভারের ভিতরেও পাথর, অপসারনে ল্যাপারোস্কপিক মেশিনে অপারেশন কার্যক্রম শুরু করলে সকল অপারেশন সুনামের সাথে সফল হয়েছে।

    সার্জারি বিশেষজ্ঞ ও ল্যাপাস্কোপিক সার্জন, এম.বি.বি.এস , বিসি.এস স্বাস্থ্য, জেনারেল এন্ড ল্যাপাস্কোপিক সার্জন ডাঃ সবুজ কুমার পাত্র কে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে এসময় উপস্থিত ছিলেন সুইজ হাসপাতাল চেয়ারম্যান আকন আজাদ, ব্যবস্থাপনা পরিচালক শেখ রুপা খানম, ডিউটি ডাক্তার ডাঃ মোঃ শফিকুল ইসলাম ডি এম এফ ঢাকা, সুইজ হাসপাতাল বেজগাতী ম্যানেজার মাসুদ হোসেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে মিথ্যা অভিযোগে র‌্যাগিং ৩ শিক্ষার্থী বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯...