বরিশালের বাকেরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সীতা রানী(৫০) নামের এক মটরসাইকেল যাত্রী নিহত হয়েছে। তিনি বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের রবিপুর গ্রামের বাসিন্দা।
সোমবার (৭ ডিসেম্বর) বিকাল ৪টার টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজারের পূজা মণ্ডপ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় জাকির খান জানান,সোমবার বিকালে নিহত সীতারানী বোয়ালিয়ার বাহাদুরপুর নিবাসী তার মেয়ে জামাই বাবুল মিস্ত্রীর বাড়ী বেড়াতে এসে এ দুর্ঘটনার স্বীকার হন। তবে মোটরসাইকেল চালকের কোন সন্ধান পাওয়া যায়নি।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম জানান,থানায় এখনো কোন অভিযোগ পাইনি সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।